Brave New World Summary in Bangla Part 4 by Aldous Huxley I Literature in Bangla
নোভেলটি আকারে অনেক বড় হয়ে যাওয়ায় এটিকে কয়েক পর্বে ভাগ করা হয়েছে। এটি ছিল চতুর্থ পর্ব। পরের পর্বের লিংক নিচে পাবেন।
মন্ড, জনের সামনে বর্তমানের সমাজ এবং জাতি, বর্ণ এবং সামাজিক নিয়ন্ত্রণের জন্য তার যুক্তিগুলিকে তুলে ধরেছিল সেই ঘটনার রূপরেখা তুলে ধরেছে, ওয়াল্ড স্টেট কিভাবে যুদ্ধের বদলে শান্তি এনেছে তা বোঝায়। জন মন্ডের যুক্তি প্রত্যাখ্যান করলো, সে মন্ডের যুক্তিতে সম্মত হতে পারলো না। এজন্য মন্ড জানালো যে, জন যদি নিজেই অসুখী হতে চায় তাহলে সেটা তার ব্যাপার। এরপর জন জিজ্ঞাসা করল যে সেও এই দ্বীপগুলিতে যেতে পারবে কিনা নির্বাসনে যেহেতু সেও এসব ঘটনায় জড়িত ছিল। কিন্তু মন্ড তাকে অনুমতি দিল না। যেহেতু জন ছিল বাকিদের থেকে ব্যতিক্রম। সে বড় হয়েছে সেভেজ রিজার্ভেশনে। তাই মন্ড দেখতে চায় জনের সাথে আর কি কি ঘটে।
তার নতুন জীবন নিয়ে জন যথেষ্ট বিরক্ত হয়েগেছে, এ জন্য জন পুটেনহ্যাম নামের গ্রামের নিকটবর্তী একটি পরিত্যক্ত পাহাড়ের চূড়া মত উচু এক টাওয়ারে চলে এসেছে, সেখানে সে একা বাস করতে চায় এবং নিজেকে শুদ্ধ করতে চায়। নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে চায়। শীঘ্রই তার উদ্ভট আচরণ দেখার জন্য সাংবাদিক এবং বেশ কিছু লোক জন জড়ো হয়। লেলিনাও সেখানে গিয়েছিল জনের সাথে দেখা করার জন্য। এতোগুলো মহিলা তাকে দেখতে একত্র হয়েছে দেখে সে বিরক্ত বোধ করলো এবং সে ইতোমধ্যে সে নারীদের ঘৃণা করা শুরু করে দিয়েছে।
এরপর সে রেগে লেলিনাকে আক্রমণ করে। এসব ঘটনা দেখে আরো বেশি লোকজন জড় হয় এবং তারা যেহেতু প্রত্যেকে সোমা নামক ড্রাগ ব্যবহার করে, তাই সেখানকার বাতাস সোমার প্রভাব ছড়িয়ে পরে। বাতাসে সে গন্ধ নেওয়ার জন্য জন অজ্ঞান হয়ে পরে। পরের দিন সকালে, যখন তার জ্ঞান ফেরে, আগের দিনে ঘটনা তার মনে পরে এবং সে যথেষ্ট লজ্জা ও অনুশোচনায় ভুগতে থাকে। পরে দর্শক এবং সাংবাদিকেরা এসে আবিষ্কার করে যে জন আত্বহত্যা করেছে।
নোভেলটি আকারে অনেক বড় হয়ে যাওয়ায় এটিকে কয়েক পর্বে ভাগ করা হয়েছে। এটি ছিল চতুর্থ পর্ব।
প্রথম পর্বঃ https://topicspro.blogspot.com/2021/03/brave-new-world-summary-in-bangla-part.html
দ্বিতীয় পর্বঃ https://topicspro.blogspot.com/2021/03/brave-new-world-summary-in-bangla-part_28.html
তৃতীয় পর্বঃ https://topicspro.blogspot.com/2021/03/brave-new-world-summary-in-bangla-part_11.html
COMMENTS