The Road Not Taken by Robert Frost summary with video, Literature in Bangla
The Road Not Taken ( দা রোড নট টেকেন)
By Robert Frost
The Road Not Taken কবিতায় কবি তার কিছু অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। ঘটনাটা এরকম যে কবি একবার বনের মধ্যদিয়ে যাচ্ছিলেন। সে বনের এক স্থানে তার রাস্তা দুটি নতুন দিকে চলে যায়। অর্থাৎ তিনি তার রাস্তার এমন এক পয়েন্টে দাড়িয়ে ছিলেন যে তিনি কোন রাস্তা দিয়ে যাবেন বা কোন রাস্তা তার কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যাবে তা ঠিক করতে পারছিলেন না।
তিনি সেখানে অনেকক্ষণ ধরে দাড়িয়ে ভাবলেন। দেখলেন একপাশের রাস্তা বেশ মসৃণ, অর্থাৎ এ রাস্তায় মানুষ বেশি চলাচল করেছে, অন্য পাশের রাস্তা মসৃণ নয় এর অর্থ ব্যবহৃত হয়নি বেশি।
অবশেষে তিনি মানুষ বেশী চলাচল করেছে যে পথে সে পথে রাওনা দিলেন কিন্তুু একটু পরেই ফিরে আসলেন। এরপর যে রাস্তায় মানুষের পদচারণা কম সে রাস্তা দিয়েই গেলেন এবং সে রাস্তাই তাকে তার লক্ষ্যে পৌছে দেয়। তিনি সে পথেই সাফল্য পান।
তিনি এ কবিতায় তার ব্যক্তিগত ঘটনা সাজিয়ে লিখেছেন। যেমন, তিনি বিভিন্ন ব্যবসা করার চেষ্টা করেছিলেন কিন্তুু সবখানেই ব্যর্থ হন। অবশেষে তিনি ঝুকি নিয়ে কবিত্ব কে, অর্থাৎ কবিতা লেখা কে পেশা হিসেবে নেন। প্রথমে না পেলেও পরবর্তিতে তিনি এ পেশায় সাফল্য পান।।
যে কাজ মানুষ বেশি করেনি সে কাজ করলেই যে ব্যর্থ হতে হবে তা নয়, লক্ষ্যে অবিচল ও ধর্য্য থাকলে সাফল্য আসবেই।।।
এই কবিতার Famous Quotes বা উক্তিগুলো পেতে এখানে ক্লিক করুন।
Langston Hughes এর লেখা কবিতা I, Too, Sing America এর সামারি ও অনুবাদ পেতে এখানে ক্লিক করুন।
Langston Hughes এর লেখা কবিতা I, Too, Sing America এর সামারি ও অনুবাদ পেতে এখানে ক্লিক করুন।
Valo likcen
ReplyDeleteThank You.. :-D
Deletekub valo likchen bhai 4th year er all sub er qus gulo niye video or topic like dile bnglai onk upokrito hotam apnr bujanor system otoloniyo bhaiyya
ReplyDelete