O Captain My Captain by Walt Whitman bangla translation and summary. কবিতার বাংলা অনুবাদ ও সামারি
এ কবিতা মূলত আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ১৬ তম প্রেসিডেন্ট কে নিয়ে লেখা। একজন ক্যাপ্টেন যেমন তার অনুসারীদের পথ দেখান, তেমনি কবিও লিঙ্কনকে আমেরিকান জাতির পথ প্রদর্শক হিসেবে উল্লেখ করেছেন। ধরা যাক, জাহাজের ক্যাপ্টেন জাহাজকে তাদের লক্ষ্যে বা বন্দরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মাঝখানে ঝড়সহ নানা বিপদ আসল। কিন্তুু তিনি যে কোন মূল্যে জীবন বাজি রেখে জাহাজ ও তার যাত্রীদের নিরাপদে বন্দরে নিয়ে যান।
কবিতায় সেই ক্যাপ্টেন সিম্বলাইজ করে আব্রাহাম লিঙ্কনকে, জাহাজ ও তার যাত্রী সিম্বলাইজ করে আমেরিকান জাতিকে এবং সমুদ্রঝড় ও বিপদ সিম্বলাইজ করে আব্রাহাম লিঙ্কনের আমেরিকা থেকে সাদা ও কালো মানুষের মধ্যে বৈষম্য দুর করার জন্য হওয়া সিভিল ওয়ার কে। এরপর এ কবিতায় বলা হয় যে মানুষরা জাহাজ কে বন্দরে আসতে দেখে আনন্দ করছে কারণ তাদের প্রিয় ক্যাপ্টেন সেখানে আছে। তারা ফুলের মালা নিয়ে অপেক্ষা করে আছে।
কিন্তুু জাহাজ আসার পর দেখা গেল জাহাজে তাদের প্রিয় ক্যাপ্টেন মৃত পরে আছে, তার মাথা থেকে রক্ত ঝড়ছে। তারা ও কবি শোকে মুহ্যমান হল। আমরা জানি যে লিঙ্কনকে গুলি করে মারা হয় সিভিল ওয়ার শেষের কিছুদিন পর। অর্থাৎ কালো মানুষদের অধিকার আদায় করে তার সুফল তিনি পান নি। তার মৃত্যুতে আমেরিকা জাতি শোকাহত এটাই বোঝানো হয়েছে ক্যাপ্টেনের মৃত্যুতে সবার শোক প্রকাশ করার মাধ্যমে।
The Road not Taken কবিতার বাংলা সামারি পেতে এখানে ১ সংখ্যাটিতে ক্লিক করুন
#discrimination_between_black_and_white
#abolish_slavery
#assassination
#civil_war
Ohh ata khub valo cilo
ReplyDeleteThank you
ReplyDeleteWell done
ReplyDeleteVideo with explanation . thats great
ReplyDelete