আই টু সিং আমেরিকা (I, Too, Sing America) By Langston Hughes summary and translation in Bangla with video.
লেংসটন হিউজ(Langston Hughes) এর লেখা কবিতা আই টু সিং আমেরিকা কবিতাটি মূলত ব্ল্যাক আমেরিকানদের নিয়ে লেখা। এ কবিতায় তিনি ব্ল্যাক আমেরিকানদের কষ্টের কথা বর্ণনা করেছেন, যারা সে সময় হোয়াইট আমেরিকানদের দ্বারা শোষিত হচ্ছিল।
এ কবিতায় একজন ব্ল্যাক আমেরিকান/নিগ্রো এর কষ্টের কথা বলা হয়েছে যে কিনা একজন কাজের লোক হিসেবে কাজ করে এক হোয়াইট আমেরিকানের বাসায়। সে তার অবস্থার কথা বর্ণনা করে। সে বলে যে তার হোয়াইট মালিকদের বাসায় যখন কোনো অতিথি আসত তখন তাকে রান্না ঘরে পাঠিয়ে দিত এবং সেখানেই থাকতে ও খেতে বলত। অতিথিদের সামনে আসতে দিত না, খেতে দিত না। কালো আমেরিকানরা যেন লজ্জার বস্তু ছিল।
এরপর সে বিষন্ন হেসে চলে যেত। রান্না ঘরেই খেত। ধীরে ধীরে সে স্বাস্থবান হচ্ছিল। এখানে বুঝানো হচ্ছে যে, তারা ধীরে ধীরে সংগঠিত হচ্ছে। সে এমন এক আগামির স্বপ্ন দেখছে যেখানে কোনো বৈষম্য থাকবেনা। অতিথি এলে তাকে রান্না ঘরে পাঠিয়ে দেওয়া হবেনা। একই টেবিলে খাওয়ার যোগ্য বলে ধরা হবে। এখানে সে ব্ল্যাক আমেরিকানদের রিপ্রেজেন্ট করে।
চেহারা আসল কথা নয়। বরং বুদ্ধিমত্তা, যোগ্যতাই যে গুরুত্বপূর্ণ এটাই সে বোঝাতে চায়। আর এজন্যই সে বলে, আই টু সিং আমেরিকা। এখানে সিং মানে গান গাওয়া বুঝাচ্ছেনা বরং আমেরিকাকে রিপ্রেজেন্ট করতে পারার ক্ষমতা বুঝাচ্ছে।
Langston Hughes এর লেখা কবিতা Harlem এর সামারি ও অনুবাদ পেতে এখানে ক্লিক করুন।
চেহারা আসল কথা নয়। বরং বুদ্ধিমত্তা, যোগ্যতাই যে গুরুত্বপূর্ণ এটাই সে বোঝাতে চায়। আর এজন্যই সে বলে, আই টু সিং আমেরিকা। এখানে সিং মানে গান গাওয়া বুঝাচ্ছেনা বরং আমেরিকাকে রিপ্রেজেন্ট করতে পারার ক্ষমতা বুঝাচ্ছে।
Langston Hughes এর লেখা কবিতা Harlem এর সামারি ও অনুবাদ পেতে এখানে ক্লিক করুন।
Article with video , this is great
ReplyDeleteThank you
ReplyDeleteThank you
ReplyDelete