বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর জীবনী ও সাহিত্যকর্ম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর জীবনী ও সাহিত্যকর্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলায় পায়রাবন্দ গ্রাম
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর জীবনী ও সাহিত্যকর্ম
১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদুত। পিতার নাম জহীরুদ্দীন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা বেগম বাংলা এবং বড়ভাই ইব্রাহীম সাবের ইংরেজী শেখাতেন।
তিনি ১৯১১ সালে কলকাতায় “ সাখাওয়াত মেমোরিয়াল
গার্লস স্কুল” প্রতিষ্ঠা করেন। নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা করেন “আন্জুমান
খাওয়াতিনে ইসলাম”” (মুসলিম মহিলা সমিতি)। তার
নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ করা হয় “রোকেয়া ছাত্রীনিবাস”। ১৯৩২
সালের ৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
শ্রেষ্ঠ সাহিত্যকর্মসমূহঃ
প্রবন্ধঃ মতিচূর
(প্রবন্ধ) প্রথম গ্রন্থ
উপন্যাসঃ অবরোধবাসিনী
(নকশাধর্মী গদ্যগ্রস্থ।, সুলতানাস ড্রিম Sultana’s Dream (নকশাধর্মী গদ্য)
বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমূহঃ
১. বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে?
উত্তরঃ বেগম
রোকেয়া সাখাওয়াত হোসেন
২. মুসলিম নারী
জাগরণের অগ্রদূত কে?
উত্তরঃ বেগম
রোকেয়া সাখাওয়াত হোসেন
৩.বেগম রোকেয়ার
জন্মস্থান কোন জেলায়?
উত্তরঃ রংপুর
৪. রোকেয়া সাখাওয়াত
হোসেনের জন্মসাল কত?
উত্তরঃ ১৮৮০
৫. রোকেয়া দিবস
কত তারিখে পালিত হয়?
উত্তরঃ ৯ ডিসেম্বর
৬. ৯ ডিসেম্বর
কি দিবস?
উত্তরঃ রোকেয়া
দিবস।
৭. বেগম রোকেয়া
লেখনী ধারণ করেছিলেন-
উত্তরঃ নারীদের
কুসংস্কারমুক্ত করতে ও শিক্ষিত করতে
৮. বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন-
উত্তরঃ সমাজে
প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে
৯. বেগম রোকেয়ার
রচনা কোনটি?
উত্তরঃ অবরোধবাসিনী।
১০. বেগম রোকেয়ার
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ মতিচুর
১১.বেগম রোকেয়ার
রচনা কোনটি?
উত্তরঃ
সুলতানার স্বপ্ন (Sultana’s Dream)
১২.বেগম রোকেয়া
রচিত গ্রন্থ কোনটি?
উত্তরঃ পদ্মরাগ
১৩. ’পদ্মরাগ’
কোন জাতীয় রচনা?
উত্তরঃ উপন্যাস.
১৪. ‘সুলতানার
স্বপ্ন’ Sultana’s Dream কোন ধরণের রচনা?
উত্তরঃ উপন্যাস
১৫.বেগম রোকেয়ার
কোন গ্রন্থটি ইংরেজীতে লেখা?
উত্তরঃ সুলতানার
স্বপ্ন Sultana’s Dream
COMMENTS